আমরা কারেন্ট দেখি না কেন | Amra current dekte pari na keno

 

আমরা কারেন্ট দেখি না কেন?
Amra current dekte pari na keno?


আমরা কারেন্ট দেখি না কেন?


আমরা কারেন দেখি না কেন এটা জানার আগে জানতে হবে কারেন্ট কি?

কারেন্টঃ কোন পরিবাহী তারের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হার কে কারেন্ট বলে।
আর এই ইলেকট্রন কে যে চাপ প্রয়োগ করে প্রবাহ করা হয় সেই চাপ (Force) কে ভোল্টেজ বলে।

এই ইলেকট্রন কি?

ইলেকট্রনঃ ইলেকট্রন হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একটি অংশ যে আর ভাগ করা যায় না। প্রত্যেক পদার্থের মধ্যেই ইলেকট্রন, প্রোটন, নিউটন থাকে।

-

এখন আসি মূল প্রশ্নে,

আমরা কারেন্ট দেখি না কেন?

যেহেতু আমরা খালি চোখে ইলেকট্রন দেখি না, তাই আমরা খালি চোখে ইলেকট্রন এর চলাচলও দেখতে পারি না, ফলে কারেন্ট দেখতে পারি না।