ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায় গজলের লিরিক্স | tri vuboner prio Mohammad alore Duniyay | কাজী নজরুল ইসলাম

 



ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

কাজী নজরুল ইসলাম


ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়,

আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।


 ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে,

কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়।।

আজকে যত পাপী তাপী সব গুনাহের পেল মাফী,

 দুনিয়া হ'তে বে – ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরদ পড়ে ল'য়ে ও নাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীন পরী ফেরেশতা সালাম জানায় নবীর পায়।।