মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গজলের লিরিক্স | mosjider oy pase amar kobor deo vi gojol

 




মসজিদেরই পাশে আমার

 কাজী নজরুল ইসলাম


মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।

যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।।


আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,

পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।

গোর-আজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই।।


কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত

ঐ মসজিদে করে রে ভাই, কোরান তেলাওয়াত।

 সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই।।


কত দরবেশ ফকির রে ভাই,

 মসজিদের আঙিনাতে

 আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে,

আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহ নাম জপতে চাই।।