মনে বড় আশা ছিল যাব মদিনায় গজলের লিরিক্স | mone boro asa silo jabo modenai | কাজী নজরুল ইসলাম





মনে বড় আশা ছিল 
কাজী নজরুল ইসলাম

মনে বড় আশা ছিল যাব মদিনায়
ছালাম আমি করব গিয়ে নবীজীর রওজায় (২)

 আরব সাগর পারি দিব নাইকো আমার তরী
 পাখা নাইকো উড়ে যাব ডানাতে ভর করি
 কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরী
 আমায় নাওনা ও ভাই, একটু কৃপা করি

সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়,
এ গরীবের ছালাম খানি পৌছে দিও 
মদিনার বাদশায় রওজায়।